বৃহস্পতিবার   ০২ মে ২০২৪   বৈশাখ ১৮ ১৪৩১   ২৩ শাওয়াল ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
প্রবৃদ্ধির দৌড়ে চীন মালয়েশিয়ার চেয়ে এগিয়ে বাংলাদেশ সৌরবিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশকে ১২১ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি ট্রেড ইউনিয়ন গঠনে শ্রম আইন সংশোধন করা হচ্ছে : আইনমন্ত্রী রেডিয়েশন প্রয়োগে ঘরেই সংরক্ষণ করা যাবে পেঁয়াজ চিকিৎসকরা অফিস টাইমে হাসপাতালের বাইরে গেলে ব্যবস্থা শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
২০৭৫

আবারো মেহজাবিনের গল্পে নাটক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই ২০১৯  

কিছুদিন আগে দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের গল্প-ভাবনায় ‘স্বপ্ন দেখি আবারো’ নাটক নির্মিত হয়। আবারো মেহজাবিনের গল্পে ‘বেটার হাফ’ নামের একটি নাটক নির্মিত হয়েছে। নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নিজের গল্প-ভাবনায় ‘বেটার হাফ’ নাটকে অভিনয়ও করেছেন এই অভিনেত্রী। 

পাশাপাশি গল্পের অন্যতম প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাবিলা নূর। এরই মধ্যে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। 

নাটকটির গল্প, নির্মাণ এবং অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, আমার গল্প-ভাবনায় বেটার হাফ যথাযথভাবেই নির্মাণের চেষ্টা করেছেন নির্মাতা। এ নাটকে আমি লাবণ্য চরিত্রে, তৌসিফ তন্ময় চরিত্রে এবং সাবিলা দিয়া চরিত্রে অভিনয় করেছে। যে গল্পটা আমি নাটকে বলার চেষ্টা করেছি, তা আমাদের জীবনেরই গল্প। হয়তো অনেকের ভাবনায় আসে কিন্তু তা গল্পাকারে দর্শকের কাছে যে তুলে ধরা যায়, সেটা হয়তো অনেকেই ভাবেন না। বেটার হাফ আমাদের জীবনের প্রতিচ্ছবি হয়েই দর্শকের মনে সাড়া জাগাবে বলে আমার বিশ্বাস।

ইমরাউল রাফাত জানান, আগামী ঈদে এনটিভিতে ‘বেটার হাফ’ নাটকটি প্রচার হবে। এদিকে ইমরাউল রাফাতেরই পরিচালনায় মেহজাবিন আরো একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন। 

এর আগে মেহজাবিনের গল্পে ‘স্বপ্ন দেখি আবারো’ নাটকটি নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেন শ্যামল মাওলা। আগামী ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার এবং হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন