শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
১১৬

২০ অক্টোবর সশরীরে বুয়েটে ভর্তি পরীক্ষা

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কর্তৃপক্ষ করোনার কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্থগিত থাকা ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে।

নতুন তারিখ অনুযায়ী, আগামী ২০ ও ২১ অক্টোবর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তির প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। 

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘প্রতিটি পরীক্ষা সশরীরে বুয়েট ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে’।

অধ্যাপক মিজানুর রহমান বলেন, মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের সভায় আগামী ২০ অক্টোবর থেকে করোনার কারণে স্থগিত হওয়া বুয়েটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষা সংক্রান্ত অন্য সব সিদ্ধান্ত বহাল রয়েছে।

চলতি শিক্ষাবর্ষে মোট এক হাজার ২১৫ জন শিক্ষার্থী বুয়েটে ভর্তি হতে পারবেন বলে জানিয়েছেন বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান

এর আগে গত ২২ জুন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয় ভর্তি পরীক্ষা। 

সম্প্রতি করোনা সংক্রমণের হার কমে আসায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই ২০২০-২১ শিক্ষাবর্ষের পিছিয়ে যাওয়া ভর্তি পরীক্ষা অক্টোবরে নিতে যাচ্ছে।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর