বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
ঈদের সময় রেমিট্যান্স এসেছে সাড়ে ৯ হাজার কোটি টাকা হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু: ওবায়দুল কাদের দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২ মে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি দুটি যুদ্ধ জাহাজের পাহারায় আমিরাতের পথে এমভি আব্দুল্লাহ চাল আমদানির অনুমতি পেল আরও ৫০ প্রতিষ্ঠান বাংলাদেশে আশ্রয় নিলেন বিজিপির আরও ১৩ সদস্য
৩৬৬

সালথায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১  

ফরিদপুরের সালথা উপজেলায় সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার উপজেলার শিহিপুর গ্রামের ইউসুফ মাতুব্বারের সমর্থক খোকন মাতুব্বারের তেলে ভাজার চুলা ভেঙ্গে দেয় প্রতিপক্ষ কোহিনুর মাতুব্বারের সমর্থক বাসার মাতুব্বার। এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উভয় দলের সমর্থকরা দেশিয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষকারীরা ১৫/২০ বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে উভয় দলের অন্তত ৩০ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর