শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
২৬১

শ্রীলেখার ছবি ব্যবহার করে ভুয়া প্রোফাইল, ‘অশালীন’ কটূক্তি অভিনেত্

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০  

প্রযুক্তির অপব্যবহারের ঘটনা নতুন নয়। ভারচুয়াল জগতের আড়ালে অনেকেই নিজের নিকৃষ্ট মানসিকতার স্বার্থ চরিতার্থ করে। ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণার ফাঁদ পাতে। এমনই এক ভুয়া প্রোফাইল তৈরি হয়েছিল অভিনেত্রী শ্রীলেখা মিত্রর নামে। যার বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হলেন তিনি। অভিযুক্তের বিরুদ্ধে ফেসবুকে রিপোর্ট করার আহ্বান জানালেন শ্রীলেখা।
ভুয়া প্রোফাইলের স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করেছেন শ্রীলেখা মিত্র। তাতে দেখা যাচ্ছে প্রোফাইলের নাম দেবাশিস বসু। প্রোফাইলের পাশাপাশি কভারেও শ্রীলেখার ছবি লাগানো রয়েছে। ক্যাপশনে শ্রীলেখা প্রশ্ন করেছেন, আমার নাম দেবাশিস বসু কবে থেকে হল? এই বেজন্মার বিরুদ্ধে রিপোর্ট করুন। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়েই একে এই শব্দ বললাম।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় নিগ্রহের এই ঘটনা নতুন নয়। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির ছেলে যুবানের জন্মের পরই তার ভুয়া প্রোফাইল তৈরি হয়ে গিয়েছিল। কিছুদিন আগে আবার যুবানকে ‘গরীবের তৈমুর’ বলে বিদ্রূপ করা হয়। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী নিজেও এমন ভুয়া প্রোফাইল এবং অকথ্য প্রতিক্রিয়ার ভুক্তভোগী। 

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন