শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে পরিকল্পিত শিল্পায়ন করতে হবে ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর এক সফটওয়্যারের আওতায় সব সরকারি চাকরিজীবী
১৮২

শ্রীপুরের ১০ ছাত্রী পেল বিনামূল্যে বাইসাইকেল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০  

মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১০ ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি প্রকল্প-৩ এর আওতায় ইউনিয়নের তিনটি বিদ্যালয়ের ১০ জন ছাত্রীর মাঝে এই বাইসাইকেল বিতরণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বাইসাইকেল বিতরণ করেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মাহবুবুর রহমান জানান, মেয়েরা পাবলিক গাড়িতে যাতায়াতের কারণে অনেক সময় নানাভাবে হয়রানীর শিকার হয়। এজন্য স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের মাঝে বাইসাইকেল দেয়া হচ্ছে। এর ফলে স্কুল-কলেজগামী মেয়েরা স্বাধীনভাবে যাতায়াত করতে পারবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন কবীর, এলজিএসপি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর মো. শামছুজ্জোহা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, ইউপি’র সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর