শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
৮৮২

মধুমতি নদীতে বিলীন মহম্মদপুরের শতাধিক বাড়িঘর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯  

মাগুরার মধুমতি নদীর তীব্র ভাঙনের কবলে পড়েছে মহম্মদপুর উপজেলার কয়েকটি গ্রাম। ভাঙনে ভিটেমাটি নদীগর্ভে বিলীন হওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন নদী তীরবর্তী মানুষ। এ অবস্থায় নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 
 

প্রতি বছরই ভাঙ্গনের শিকার হয় মধুমতি নদীর কোলঘেষা মহম্মদপুর উপজেলার হরেকেষ্টপুর, মহেষপুর, ঝামা ও আড়মাঝি গ্রাম। বন্যার পানি কমার সাথে সাথে মাগুরার মধুমতি নদীর তীরে কয়েকটি গ্রামে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন।এক সপ্তাহের ব্যবধানে নদী গর্ভে বিলীন হয়েছে কয়েকটি গ্রামের ভিটেমাটি ও বসতঘর। এতে নিঃস্ব হয়ে পড়েছেন অন্তত অর্ধশত পরিবার। এ অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধিদের পাশে পাচ্ছেন না বলে অভিযোগ ভাঙন কবলিতদের ।

একজন বলেন, এই নদীতে চার-পাঁচ বার বাড়ি ভেঙে গেছে, এখন কোথায় যাবো, কি করবো।
আরেকজন বলেন, দুইদিন আগেও আমার ঘর দরজা ছিলো, এখন আমার ঘর দরজা নদীতে বিলীন হয়ে গেছে। 

তবে ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সরোয়ার হোসেন সুজন।
তিনি বলেন, আমরা উর্ধ্বতন কর্মকর্তাকে নদী ভাঙ্গনের বিস্তারিত জানিয়েছি।ভাঙন বেশি দেখা দিলে, এর জন্য এক বড় প্রকল্পের প্রস্তাব পেশ করতে হবে। তাই এই বিষয় নিয়ে কাজ করছি।
চভাঙনে এ বছর মধুমতি নদীগর্ভে বিলীন হয়েছে মহম্মদপুরের শতাধিক বাড়িঘর, ফসলি জমি ও ব্যবসা প্রতিষ্ঠান।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর