শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে পরিকল্পিত শিল্পায়ন করতে হবে ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর এক সফটওয়্যারের আওতায় সব সরকারি চাকরিজীবী
৪২৬

মধুখালীর আখচাষিদের মাঝে ভর্তুকি প্রদান শুরু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই ২০২১  

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত চিনিকলের আখচাষিদের মাঝে ভর্তুকির অর্থ প্রদান শুরু করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার দুপুর (৬ জুলাই) দুপুর দুইটার দিকে হিসাব বিভাগের ইক্ষু শাখায় সিউর ক্যাশের মাধ্যমে এই অর্থ প্রদান শুরু হয়।

চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অর্থ প্রদান শুরু করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ গোলাম কবির। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- চিনিকলের মহা ব্যবস্থাপক (অর্থ) মো. সামছুল হক, উপ ব্যবস্থাপক (হিসাব) মো. আব্দুর রব, সহব্যবস্থাপক (হিসাব) মোঃ সাইরুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু প্রমুখ।

ফরিদপুর চিনিকলের মহা ব্যবস্থাপক (অর্থ) মো. সামছুল হক জানান, মিল এলাকার ৭টি সাবজোনের ১ হাজার ৫শত ৩১ জন আখচাষির মোট ২১ লক্ষ ৫৩ হাজার ৪ শত টাকা এ ভর্তুকির আওতায় প্রদান করা হচ্ছে।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর