শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১   ১১ শাওয়াল ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
দেশে তিনদিনের হিট অ্যালার্ট জারি প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন কাতারের আমির অটোভ্যান ছিনতাই করে চালককে হত্যা, গ্রেপ্তার ৩ ৫০ বছরে বাংলাদেশের সাফল্য চোখে পড়ার মতো মন্ত্রী-এমপির প্রার্থীদের সরে দাঁড়ানোর নির্দেশ প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান
৮৫

ভিআর হেডসেটের প্রটোটাইপ উন্মোচন করলো মেটা

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

মেটার রিয়েলিটি ল্যাব ডিভিশন এবার নতুন প্রটোটাইপ হেডসেট উন্মোচন করেছে। হালকা ওজনের হাইপার রিয়েলিস্টিক ভার্চুয়াল রিয়েলিটি গ্রাফিকসের অংশ হিসেবে এটি উন্মোচন করা হয়েছে।

গত সপ্তাহে ভার্চুয়ালি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ও রিয়েলিটি ল্যাবের প্রধান বিজ্ঞানী মাইকেল আব্রাশ ল্যাবের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে তাদের নতুন হার্ডওয়্যার তৈরির বিষয়টি উপস্থাপন করেন। ইভেন্টে এমন কিছু ডিজাইনের কথা বলা হয়েছে, মেটা যেটিকে টাইম মেশিন বলে উল্লেখ করেছে।

নতুন হেডসেট এখনো ভোক্তাদের জন্য সম্পূর্ণভাবে তৈরি না হলেও বাটারস্কচ, স্টারবার্স্ট, হলোকেক ২ ও মিরর লেক কোডনেমগুলো আশা জাগাচ্ছে। এসব হেডসেট প্রচলিত কোয়েস্ট ২-এর ডিসপ্লের তুলনায় আরো পরিষ্কার ও উন্নত ছবি-ভিডিও দেখার অভিজ্ঞতা দেবে।

জাকারবার্গ বলেন, আমি মনে করি, আমরা ভবিষ্যত বাস্তবতার মাঝামাঝি একটি পর্যায়ে রয়েছি। শিগগিরই আমরা একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারব। চলতি বছর প্রজেক্ট ক্যামব্রিয়া নামে একটি উচ্চক্ষমতার হেডসেট বাজারজাতের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন মার্ক।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর