শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
৩৩৭

ভাঙ্গায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১  

ভাঙ্গায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির দায়ে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেল ৩টার দিকে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.  আজিম উদ্দিন।

যে ব্যক্তিকে জরিমানা করা হয়েছে তার নাম হজরত শেখ (৪৫)। তিনি একজন গরুর মাংস বিক্রেতা। তিনি পাশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হোসেনপুর গ্রামের মোয়াজ্জেম শেখের ছেলে।

উপজেলা সেনিটারি কর্মকর্তা গোলাম মাওলা বলেন, সকালে ভাঙ্গা কোর্টপাড় বাজারে গিয়ে হজরত শেখকে মাংস বিক্রি করতে দেখেন। তিনি গরুর মাংস দেখে বুঝতে পারেন এটি রোগাক্রান্ত গরুর মাংস। সেনিটারি পরিদর্শক বিষয়টি চ্যালেঞ্জ করলে গরুর মাংস বিক্রেতা বিষয়টি স্বীকার করেন।

সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিম উদ্দিন বলেন, মাংস বিক্রেতা হজরত শেখকে ১৮৬০ সালের দন্ডবিধির ২৭২ ধারায় দোষী সাব্যস্ত করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৬০ কেজি মাংস মাটিতে পুতে ফেলা হয়।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর