বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
২৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর অংশে ভায়াডাক্ট স্থাপন শুরু চীনের পর বাংলাদেশের বড় বাণিজ্যিক অংশীদার আসিয়ান দেশে কমেছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সংখ্যা ৫০ হাজার মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন
৩৯৪

ভাঙ্গায় দু`পক্ষের সংঘর্ষে আহত ২৫

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১  

ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আলম মোল্লা ও সাবেক ইউপি সদস্য বাবর আলীর সমর্থকদের মধ্যে ৩ ঘণ্টাব্যাপি দফায় দফায় সংঘর্ষে দু'পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৬ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর ভাঙ্গায় ইউনিয়ন পরিষদ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে হামিরদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য পদে আলম মোল্লা (ফুটবল প্রতীক) নির্বাচিত হন। পরাজিত হন সাবেক ইউপি সদস্য বাবর আলী(মোরগ প্রতীক)। আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই দুই পক্ষের উত্তেজনা ছিল। সম্প্রতি আলম মোল্লার পক্ষের কয়েক ব্যক্তি বাবর আলীর পক্ষে যোগ দেয়। 

এ নিয়ে দুপক্ষের মধ্যে গত কয়েকদিন যাবৎ উত্তেজনা ছিল। সর্বশেষ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে দুইপক্ষ ঢাল, সড়কি, ইট ও লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ৩ ঘণ্টাব্যাপি দফায় দফায় সংঘর্ষ চলে। সকাল ১০টার দিকে ভাঙ্গা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে নব নির্বাচিত ইউপি সদস্য আলম মোল্লার পক্ষের আলমগীর মোল্লা (৪১), হাসি বেগম (২৭), মজিবর রহমান (৫৫), ইদ্রিস মিয়া (৫৬), সাগর মোল্লা (৩০), শেখ নান্নু (৫০), চুন্নু ফকির (৬০) ও সাবেক ইউপি সদস্য বাবর আলীর পক্ষের ফারুক মাতুব্বর (২৩), ইয়াছিন মাতুব্বর (৪২), একলাস মিয়া (৩২), শেখ মওদুদ আহমেদ (২২), মোঃ সোহেল (২৪), ইব্রাহীম মাতুব্বর (৩৮), আবু বক্কর (৬৫), লালন মাতুব্বর (২১), সরফুদ্দিন শেখ (৩৭) আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। 

এ ব্যাপারে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মন্ডল বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দু পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে থানায় এখনও কেউ কোন অভিযোগ করেনি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।      

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর