শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
৩৯৪

বোয়ালমারীতে কৃষকের ধান কেটে দিল শেখ রাসেল শিশু পরিষদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১  

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনার কারণে শ্রমিক সংকটে পড়া অসহায় কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে দিয়েছে জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতা কর্মীরা।

শনিবার (২৪ এপ্রিল ) বিকালে উপজেলার মাধবপুর এলাকায় হারভেস্টার মেশিন দিয়ে কৃষকের ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়।  

শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ফরিদপুর শহর শাখার সভাপতি গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি ও সাবেক ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট সত্যজিৎ মুখার্জী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ফরিদপুর শহর শাখার সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম মামুন , ফরিদপুর জেলা শাখার সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো মিজানুল হক রিংকু প্রমুখ।

সংগঠনের নেতারা জানান, ধারাবাহিকভাবে বোয়ালমারী এলাকার অসহায় কৃষকদের ধান কাটা কার্যক্রম অব্যাহত রাখবে জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর