শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
৮৯০

ফরিদপুরে শিল্পী আবদুল জব্বারকে স্মরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

মুক্তিযুদ্ধে সঙ্গীতের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণা জোগানো ২১ পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রয়াত আবদুল জব্বারকে স্মরণ করল ফরিদপুর সুরলহরি সঙ্গীত একাডেমি।

শুক্রবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত সাংস্কৃতিক আয়োজনে শিল্পীর তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। শহরের রথখোলা সঙ্গীত একাডেমির নিজস্ব মিলনায়তনে সংগঠনের পরিচালক শিল্পী ও শিক্ষক গৌতম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাউলশিল্পী ফরিদপুর লালন পরিষদের সভাপতি পাগলা বাবলু খান, শিবাজী নিকেতনের সভাপতি কবি সংগঠক বিজয় পোদ্দার, সাংবাদিক মনিরুল ইসলাম টিটু প্রমুখ। সভার শুরুতে শিল্পী আবদুল জব্বারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শিল্পীর প্রখ্যাত সঙ্গীত সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয়, তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়, ওরে নীল দরিয়াসহ বিভিন্ন গান পরিবেশন করেন বাউল পাগলা বাবলু খান, গৌতম সরকার, হুমায়রা খাতুনসহ বিভিন্ন শিল্পী।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর