শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ২০ রমজান ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
৩০৭

ফরিদপুরে করোনাভাইরাসে শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ৭ আগস্ট ২০২০  

করোনাভাইরাসে (কোভিড-১৯–এ) আক্রান্ত হয়ে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া ওই শিক্ষকের নাম আবদুল হালিম মোল্লা (৬৮)। তিনি চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী গ্রামের মৃত ময়েজউদ্দিন মোল্লার ছেলে। তাঁর পরিবারে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে আছে। আবদুল হালিম এমপি ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পরিবার জানায়, ১৫ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন হালিম মোল্লা। গত মঙ্গলবার তিনি করোনা শনাক্তের জন্য নমুনা দেন। বুধবার তাঁর শরীরে করোনা শনাক্ত হয়। এরপর শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে বুধবার রাতে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল চারটার দিকে মারা যান তিনি।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ওই শিক্ষকের লাশ রাতেই স্বাস্থ্যবিধি মেনে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর