বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
পর্যটন শিল্পের বিকাশে কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে পরিকল্পিত শিল্পায়ন করতে হবে ফের আশা জাগাচ্ছে লালদিয়া চর কনটেইনার টার্মিনাল দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর এক সফটওয়্যারের আওতায় সব সরকারি চাকরিজীবী
১৪৭

দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক এখন ১১ কোটির বেশি

প্রকাশিত: ৩০ জুলাই ২০২১  

দেশে এক মাসের ব্যবধানে ২৫ লাখ ৯০ হাজার মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছে। বর্তমানে মোবাইল ইন্টারনেটের গ্রাহক ১১ কোটি ৯০ হাজার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জুনের পরিসংখ্যানে এমন চিত্র দেখা যায়। 

জানা যায়, দেশে মে মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল ১০ কোটি ৭৫ লাখ। এরআগে এপ্রিলে ছিল ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার গ্রাহক। 

চলতি বছরে এক মাসের ব্যবধানে বিপুল পরিমান গ্রাহক বৃদ্ধি দেখা যায় মার্চ মাসে। মার্চে মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছিল ৩১ লাখ ৩৭ হাজার।এর আগে ফেব্রুয়ারিতে মোবাইল ইন্টারনেটের গ্রাহক বৃদ্ধিতে ধস ছিল। বছরের শুরুতে জানুয়ারিতে এক মাসে ৮ লাখ ৩৮ হাজার ইন্টারনেট গ্রাহক এসে বেশ গতিতেই বছর শুরু হলেও ফেব্রুয়ারিতে মাত্র ২ হাজার গ্রাহক পায় মোবাইল অপারেটরগুলো।

বিটিআরসির হিসাবে, গত বছরের ডিসেম্বরে ছিল ১০ কোটি ২৩ লাখ ৫৩ হাজার। আর এর আগের কয়েক মাসে হ্রাস-বৃদ্ধির মধ্যে ছিল এই ব্যবহারকারী।২০২০ সালের নভেম্বরে এই সংখ্যা ছিল ১০ কোটি ১৯ লাখ ৫ হাজার। অক্টোবরে ছিল ১০ কোটি ২১ লাখ ৬ হাজার। আর সেপ্টেম্বরে এটি ছিল ১০ কোটি ২৪ লাখ ৭৮ হাজার।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর