শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
৭৩

জনগণের জন্য শেখ হাসিনার কাজ জাতিসংঘেও স্বীকৃত: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১৯ মে ২০২৩  

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাপ্রসূত কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা জাতিসংঘে ‘দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ শিরোনামে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এতেই প্রমাণিত হয়, জাতিসংঘ শেখ হাসিনার প্রশংসা করে। তার সরকার পরিচালনার ধরন এবং জনগণের জন্য তার কাজ জাতিসংঘও স্বীকৃতি দেয়।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জাতিসংঘে ১৬ তারিখে যখন শেখ হাসিনা ইনিশিয়েটিভ প্রস্তাবটি পাস হয়, তখন আমাদের এখানে ১৭ তারিখ অর্থাৎ কাকতালীয়ভাবে তার স্বদেশ প্রত্যাবর্তনের দিন। বিশ্বের ৭১টি দেশ বাংলাদেশের সঙ্গে এ প্রস্তাব কো-স্পন্সর করেছে, যা জাতিসংঘে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য বিষয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘মোখা পাশ কাটিয়ে চলে গেছে, মোখার মতোই বিএনপির আন্দোলনও পাশ কাটিয়ে চলে যাচ্ছে।’

বিদেশি কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার বিষয়ে তিনি বলেন, ‘দেশে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাওয়ায় কয়েকজন কূটনীতিককে বাড়তি নিরাপত্তা দেয়া হয়েছিল। আমাদের সরকার অত্যন্ত সফলভাবে জঙ্গিদের দমন করতে সক্ষম হয়েছে। সেটি এখন যেহেতু প্রয়োজন নাই, সে জন্য প্রত্যাহার করা হয়েছে। কিন্তু তাদের নিরাপত্তা অব্যাহত আছে।’

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর