শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
২৩৬

ছয় ফুট উঁচু থেকে পড়লেও ভাঙবে না ফোনের ডিসপ্লে

নিউজ ডেস্ক:

প্রকাশিত: ২৬ জুলাই ২০২০  

হাত থেকে নিচে পড়লেই অনেক সময়ে ফোনের ডিসপ্লে ভেঙে যায়। এবার ডিসপ্লের ভাঙন ঠেকাতে গ্লাস নির্মাতা কোম্পানি কর্নিং এনেছে নতুন প্রযুক্তি। নতুন এই গ্লাসের নাম গরিলা গ্লাস ভিক্টাস।

জানা গেছে, স্ক্র্যাচ প্রতিরোধে গরিলা গ্লাস ৬ এর থেকে ভিক্টাসের সহ্য ক্ষমতা দুই গুণ বেশি হবে। এতে ৬ ফুট উঁচু কোনো জায়গা থেকে মেঝেতে পড়লেও ভাঙবে না ফোনের ডিসপ্লে।

গরিলা গ্লাস ভিক্টাস ভাঙন রোধে কতটা কার্যকর তা প্রমাণ দিতে সংবাদকর্মীদের কাছে ভিডিও ফুটেজ পাঠিয়েছে কর্নিং। সেখানে দেখা যাচ্ছে, উপর থেকে শক্ত কাঠামোর উপর ফোন ছুঁড়ে ফেলা হলেও তা অক্ষত থাকছে।

স্যামসাংয়ের ডিভাইসে এই গ্লাস ব্যবহার শুরু হবে শিগগিরই। কিন্তু অ্যাপলের পরবর্তী ফোনে এই গ্লাস দেখা যাবে কিনা তা জানা যায়নি। তবে প্রায় সব অ্যাপল ডিভাইসেই গরিলা গ্লাস থাকে।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর