বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

 ফরিদপুর প্রতিদিন
৫০৯

চরভদ্রাসনে নির্বাচনী গরমে ভোটের আমেজ

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের আগামী ২৯ মার্চ চেয়ারম্যান পদে নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন হাট-বাজার, গ্রাম গঞ্জের আনাচে কানাচে সর্বত্রই প্রচার প্রচারণা ও প্রার্থীদের বিচরণে সরগরম হয়ে ওঠেছে নির্বাচনী মাঠ।

একই সাথে উপজেলার ক্লাব, সমিতি, চায়ের দোকান সহ বিভিন্ন আড্ডা স্থলে শুধু ভোটের অঙ্ক কষে চলেছেন সাধারণরা। সবমিলে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই চাঙ্গা হয়ে উঠছে ভোটের মাঠ।

জানা যায়, এ বছর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-আ’লীগ মনোনীত নৌকা প্রতীকে আলহাজ্ব মো. কাউছার, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে এজিএম বাদল আমিন, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মো. আনোয়ার আলী মোল্যা, ঘোড়া প্রতীকে কেএম ওবায়দুল বারী দীপু, মোটরসাইকেল প্রতীকে মো. খবির উদ্দিন, দোয়াত কলম প্রতীকে ফয়সাল হাসান শাওন ও টেলিফোন প্রতীকে মো. মাসুদ রানা।

সাত প্রার্থীর মধ্যে আলহাজ্ব মো. কাউছার, আনোয়ার আলী মোল্যা ও এজিএম বাদল আমিন চরভদ্রাসন সদর ইউনিয়নের অধিবাসী। মো. খবির উদ্দিন, ফয়সাল হাসান শাওন ও মাসুদ রানা গাজীরটেক ইউনিয়ন ও কেএম ওবায়দুল বারী দীপু চরহরিরামপুর ইউনিয়নের অধিবাসী। প্রত্যেক প্রার্থী নিজস্ব এলাকার ভোট নিয়ে পাল্লা ভারী করতে চাইলেও ভোটাররা যোগ্য প্রার্থী খুঁজে চলেছেন বলে জানা গেছে।
শনিবার বিকেলে উপজেলা পদ্মা নদীর অপর পারে চরহরিরামপুর ইউনিয়নের শালেপুর গ্রামের ভোটার জালাল খান (৪৫) জানায়, “প্রার্থী যে এলাকার হউক, আমরা উপজেলা চালানোর মত যোগ্য প্রার্থী খুঁজে চলেছি এবং যোগ্যতা দেখেই আমরা ভোট দেব”।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর