বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

চরভদ্রাসনের গোপালপুর-মৈনট ঘাট রুটে লঞ্চ সার্ভিস চালু

নিউজ ডেস্ক

ফরিদপুর প্রতিদিন

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ১৯ অক্টোবর ২০২২ বুধবার

ফরিদপুরের চরভদ্রাসন গোপালপুর টু ঢাকা দোহারের মৈনট ঘাট রুটে লঞ্চ সার্ভিস চালু হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে চরমৈনট ঘাট এলাকায় এই লঞ্চ সার্ভিসের শুভ উদ্বোধন করেন বন্দর ও ট্রাফিক দপ্তরের অতিরিক্ত পরিচালক আরিফ উদ্দিন।

এদিন বেলা পৌনে বারোটার দিকে মৈনট ঘাট হতে যাত্রী নিয়ে পরীক্ষামূলক ভাবে গোপালপুর ঘাটের উদ্দেশে দোহার ওয়াটার সার্ভিস নামের একটি লঞ্চ ছেড়ে আসে। লঞ্চটি সারে বারোটার দিকে গোপালপুর ঘাটে এসে পৌঁছায়। এসময় লঞ্চে আসা যাত্রীরা ঘাটে নেমে লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে ভাড়া আদায়ের অভিযোগ করনে। যদিও উদ্বোধন উপলক্ষে যাত্রীদের আজ বিনা ভাড়ায় পাড়াপাড়ের নির্দেশনা দিয়েছিলো বিআইডব্লিটিএ কর্তপক্ষ।
 
অভিযোগর বিষয়ে জানতে পেরে অতিরিক্ত পরিচালক আরিফ উদ্দিন উপস্থিত যাত্রীদের ভাড়া ফেরত প্রদানসহ সংশ্লিষ্ট লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এছাড়া আজকের পর হতে বিআইডব্লিটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ায় লঞ্চ চলাচলের নির্দেশ প্রদান করেন তিনি। দীর্ঘদিনের কাঙ্খিত এ লঞ্চ সার্ভিস চালু হওয়ায় ঘাটের দুই পাড়ে উৎসুক জনতা ভিড় জমায়।

উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. এনামুল হক ভুইয়া, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি (মাওয়া জোন) এর  সভাপতি বি এম আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির প্রমূখ।