শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

সালথায় অবৈধভাবে বালু তোলায় দুইটি ড্রেজার ধ্বংস

নিউজ ডেস্ক

ফরিদপুর প্রতিদিন

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার

অবৈধভাবে বালু তোলায় ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. তাছলিমা আকতার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া এলাকায় কুমার নদীতে অভিযান চালিয়ে প্রায় ২০০ ফিট পাইপ ভেঙে ধ্বংস করেন। এ সময় দুইটি ড্রেজার মেশিনও ধ্বংস করা হয়।  

এ তথ্য নিশ্চিত করে ইউএনও মোছা. তাছলিমা বলেন, অনেকদিন ধরে কুমার নদে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল আজগর নামে এক বালু ব্যবসায়ী। গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ড্রেজার মেশিন পানিতে ফেলে ধ্বংস করা হয়েছে। আগামীতেও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।