বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

‘ফাইনালে উঠেছি, ট্রফি জিততে চাই’

স্পোর্টস ডেস্ক

ফরিদপুর প্রতিদিন

প্রকাশিত : ০৭:৪৯ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার

ভুটানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ নারী ফুটবল দল। 

শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে স্বাগতিক নেপাল। সোমবার ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।  

এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠল বাংলাদেশ। ২০১৬ সালে ভারতের শিলিগুঁড়ির আসরে প্রথম ফাইনাল খেলেছিল দল।

শুক্রবার বিকালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ে হ্যাটট্রিক করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। 

খেলা শেষে অধিনায়ক বলেন, গোলাম রব্বানী স্যার সব সময় আমাদের সঙ্গেই থাকেন। একজন পরিশ্রমী অবশ্যই ফল পাবেই। আমাদের এই সফলতার সবটুকুই স্যারের কৃতিত্ব। স্যারের মতো একজন শিক্ষক পেয়েছি বলেই আমরা এত উজ্জীবিত।

সাবিনা আরও বলেন, আজকের জয়ে আমি খুব খুশি। আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা। আমরা ফাইনালে উঠেছি। এবার ট্রফিটা নিতে চাই।

টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি বাংলাদেশ। মেয়েদের ফুটবলে যে অনেক উন্নতি হয়েছে, সেটাই বললেন সাবিনা, বাংলাদেশের মেয়েরা আগের মতো গোল হজম করতে চায় না। ভুটান চেষ্টা করেছে গোল দিতে। কিন্তু তারা আমাদের অর্ধেই আসতে পারেনি। সব কথার এক কথা, বাংলাদেশের মহিলা ফুটবলের যে উন্নতি হয়েছে, সেটার প্রমাণ মাঠে আমরা দিচ্ছি।