শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১   ১৭ শাওয়াল ১৪৪৫

জুন মাসে ১৩১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

নিউজ ডেস্ক

ফরিদপুর প্রতিদিন

প্রকাশিত : ০১:২১ পিএম, ৪ জুলাই ২০২২ সোমবার

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে গত জুন মাসে ১৩১ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। 

বিজিবি সদর দপ্তর জানায়, জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১১ লাখ ৭৮ হাজার ২৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ কেজি ৩৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৯ হাজার ৮৭৬ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৬৬৭ বোতল বিদেশি মদ। 

এ ছাড়া সাতটি পিস্তল, একটি রিভলবার, পাঁচটি বন্দুক, দুটি গান, ১৪টি গুলি, দুটি ম্যাগাজিন ও পাঁচটি ককটেল জব্দ করা হয়েছে। মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৮ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৬৮ জন বাংলাদেশি নাগরিক এবং ১৫ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।