শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

আগামীকাল মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন

ফরিদপুর প্রতিদিন

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১৩ মে ২০২২ শুক্রবার

আগামীকাল ১৪ মে মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন। দীর্ঘ ৭ বছর পরে অনুষ্ঠিত এ সম্মেলন উপলক্ষে সংগঠনের নেতাকমীর্দের মধ্যে চলছে সাজ সাজ রব ও ব্যাপক উৎসাহ উদ্দীপনা। জেলা আওয়ামী লীগসহ প্রতিটি অঙ্গ সংগঠন এ সম্মেলনকে সফল করেতে ইতিমধ্যে জেলা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগ করে চলেছেন। 

কমী-সমর্থকদের মধ্যে এক ধরনের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে দীর্ঘদিন দলের কর্মকান্ড থেকে দুরে থাকা নেতাকর্মীরা অনেকটা সরব হয়ে উঠেছেন। তবে  জেলা আওয়ামী লীগের মধ্যে কোন দ্বিধা নেই বলে মতামত সংশ্লিষ্টদের। দলের কেন্দ্রীয় নেতারা যাদেরকে মনোনীত করবেন তাদের সাথেই সুসংগঠিত থাকবে মাগুরা জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ্’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেমিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। উদ্বোধন করবেন সাধারণ সম্পাদক, সড়ক, যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় ওবায়দুল কাদের এমপি। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেসিডয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাইফু্জ্জামান শিখর এমপি, ড. শ্রী বীরেন শিকদার এমপিসহ স্থানীয় নেতৃবৃন্দ। সকাল ১০টায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে শহরের নোমানী ময়দানে। দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে।

মাগুরা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছে ২০১৫ সালের ৮ মার্চ। এ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ডাক্তার এম এস আকবর এমপিকে সভাপতি ও পঙ্কজ কুমার কুন্ডু সাধারণ সম্পাদক মনোনীত হন। 

পরদিন  ৯ মার্চ নবনির্বাচিত সভাপতি প্রফেসর আকবর মৃত্যুবরণ করেন। পরবতীর্তে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খানকে কেন্দ্র থেকে সভাপতি নির্বাচিত করা হয়। ২০২০ সালের ২০ জানুয়ারী তানজেল হোসেন খানের মৃত্যু হলে সভাপতি পদটি আবার শূণ্য হয়। পরবর্তীতে জ্যেষ্ঠ সহ সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। সেই থেকে জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন আব্দুল ফাত্তাহ্ ও পঙ্কজ কুন্ডু। 

এ বারের সম্মেলনে বর্তমান কমিটির প্রবীন এই দুই নেতাকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বহাল রেখেই নতুন কমিটি হতে পারে এমন কথা যেমন নেতাকর্মীদের মুখে মুখে রয়েছে। তেমনি প্রবীনদের মধ্যে কাউকে সভাপতির দায়িত্ব দিয়ে সাধারণ সম্পাদক পদে মেধা ও রাজনৈতিক যোগ্যতার ভিত্তিতে নতুন কাউকে দায়িত্ব দেয়া হতে পারে এমন কথা শোনা যাচ্ছে সমানভাবে। 

সেক্ষেত্রে সাধারণ সম্পাদক পদে একাধিক নতুন প্রার্থীর প্রতিদ্বন্দিতার সম্ভাবনা রয়েছে। সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছেন জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট শফিকু্জ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, প্রচার সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল। 

সাধারণ সম্পাদকের পাশাপাশি সভাপতি পদে বেশ ক’জন জ্যেষ্ঠ নেতা তাদের আগ্রহের কথা জানিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন প্রবীন নেতা জেলা আওয়ামী লীগের বর্তমান ৩ সহ সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ও জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম।

নেতৃত্ব নির্বাচনের বিষয় নিয়ে নানামুখি আলোচনা চললেও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোন দ্বিধা বিভক্তি নেই বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। অধিকাংশ নেতাই বলেন কেন্দ্রীয় নেতারা যাদের মনোনীত করবেন তাদের মেনে নিয়েই আগামী নির্বাচনকে সামনে রেখে সুসংগঠিত থাকবে মাগুরা জেলা আওয়ামী লীগ।