শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

পুরস্কার না পেলেও সম্মান পেল ‘রেহানা মরিয়ম নূর’

ফরিদপুর প্রতিদিন

প্রকাশিত : ০৯:৫০ এএম, ১৭ জুলাই ২০২১ শনিবার

বিশ্বখ্যাত কান উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগের পুরস্কার ঘোষণা করা হয়েছে। ফ্রান্সের কান শহরের পালে দো ফেস্টিভ্যাল ভবনের দেবুসি থিয়েটারে বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এবারের কান চলচ্চিত্র উৎসবে সেরার লড়াইয়ে শেষ পর্যন্ত টিকে ছিল আজমেরী হক বাঁধনের ‘রেহানা মরিয়ম নূর’। তবে আনুষ্ঠানিক কোনো পুরস্কার পায়নি উৎসবের অফিসিয়াল সিলেকশনে প্রথম বাংলাদেশি আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমাটি। সেরার পুরস্কার জিতে নিয়েছে কিরা কোভালেনকোর রাশিয়ান ড্রামা ‌‘আনক্লেচিং দ্য ফিস্টস’। বিভাগের সবচেয়ে দামি পুরস্কারই ‘আঁ সার্তে রিগা’।

অন্য পুরস্কারগুলো হলো-
*স্পেশাল মেনশন: নোচে দে ফুয়েগো (প্রেয়ার্স ফর দ্য স্টোলেন), তাতিয়ানা হুয়েজো
*সেরা মৌলিক: ল্যাম্ব, ভ্লাদিমির জোহানসন
*সাহসী কাজ: লা সিভিল, তেওডোরা আনা মিহাই
*সেরা পারফরম্যান্স: বোনে মেরে, হাফসিয়া হার্জি
*জুরি পুরস্কার: গ্রেট ফ্রিডম, সেবাস্তিয়ান মাইস

পুরস্কার না পেলেও উচ্ছ্বাসের কমতি নেই আজমেরী হক বাঁধনের। তিনি বলেন, যেদিন প্রথম শুনেছিলাম, আমাদের ছবি কানে প্রিমিয়ারের জন্য অফিশিয়ালি মনোনীত হয়েছে, সেদিনই সর্বোচ্চ সম্মানিত বোধ করেছি। বাংলাদেশসহ বিশ্বব্যাপী যে সমর্থন পেয়েছি তা সত্যিই অবিশ্বাস্য। যেকোনো পুরস্কারই হয়তো ভালোলাগার কিন্তু আমাদের যে জার্নি হলো তা পুরস্কারের চেয়েও বেশি।

উৎসবের ৭৪তম আসরে বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’সহ বিশ্বের বিভিন্ন দেশের ১৯টি চলচ্চিত্র মনোনয়ন পেয়েছিল এই বিভাগে।