বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪   বৈশাখ ৫ ১৪৩১   ০৯ শাওয়াল ১৪৪৫

রাজবাড়ীতে ক্ষতিগ্রস্ত ইমাম-মুয়াজ্জিনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নিউজ ডেস্ক

ফরিদপুর প্রতিদিন

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার

রাজবাড়ীতে করোনাকালে ক্ষতিগ্রস্ত ইমাম-মুয়াজ্জিনদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর ব্যক্তিগত উদ্যোগে প্রত্যককে নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়।  

বুধবার (০৯ জুন) জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এমপি কাজী কেরামত আলী ৬৫ জন ইমাম-মুয়াজ্জিনদের হাতে এই নগদ অর্থ তুলে দেন। 

এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও ভান্ডারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা মাহদিউল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, করোনার মধ্যে যে কোন সরকারের জন্য বাজেট দেওয়া কঠিন। কিন্তু তার পরেও আমাদের সরকার জনবান্ধব বাজেট ঘোষণা করেছে। শেখ হাসিনা চায় দেশের উন্নয়ন। কিন্তু বিএনপি-জামাতসহ অন্যান্য সংগঠন বলছে ঘাটতি বাজেট কেন দেওয়া হলো। তারা এটা নিয়ে প্রশ্ন তুলছে। বলছে এই ঘাটতি বাজেটের অর্থ কোথা থেকে আসবে। সেই বিষয়ে আমাদের অর্থ মন্ত্রী বলেছে সঞ্চয়পত্র ও বিদেশী ঋণের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করা হবে। তার পরেও তারা এই সরকারের সমলোচনা করে যাচ্ছে। তবে আমি বলবো এই সরকার যে বাজেট ঘোষণা করেছে সেটা এ দেশের জনগণের ভালোর জন্যই দিয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস ও বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি আনিছুর রহমান প্রমুখ। এ সময় রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতুসহ আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।