শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

দৌলতদিয়ার পদ্মায় ধরা পড়লো ১৩ কেজির পাঙ্গাস

নিউজ ডেস্ক

ফরিদপুর প্রতিদিন

প্রকাশিত : ০২:১৬ পিএম, ৪ মে ২০২১ মঙ্গলবার

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফে‌রিঘা‌টের পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পরেছে ১৩ কেজি ওজনের এক পাঙ্গাস মাছ। এটি দৌলত‌দিয়া ঘাটের আড়‌তে বি‌ক্রি হ‌য়ে‌ছে ১৬ হাজার ২৫০ টাকায়।

মঙ্গলবার (৪ মে) সকা‌লে দৌলতদিয়া ফে‌রিঘা‌টের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছ‌টি এক হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ২৫০ টাকায় কি‌নে নেন।

এর আগে সোমবার (৩ মে) রাতে খালেক সরদার না‌মের এক জে‌লের জালে মাছটি ধরা পড়ে। এসময় মাছটি একনজর দেখ‌তে ৫নং ফেরিঘাট এলাকায় ভিড় করেন উৎসুক জনতা।

ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ভোরে রা‌তে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফে‌ললে খালেক সরদার না‌মের এক ‌জে‌লের জা‌লে বড় এক পাঙ্গাস ধরা প‌ড়ে। প‌রে মাছ‌টি ওজন করে দেখা যায়, পাঙ্গাস‌টির ওজন ১৩ কে‌জি।

তিনি আরও জানান, সকা‌লে মাছটি ওই জে‌লে দৌলত‌দিয়া ঘাটের আড়‌তে বি‌ক্রি কর‌তে আন‌লে তি‌নি এক হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে নেন। এখন একটু লা‌ভের মাছটি বিক্রির জন্য ঢাকাসহ বি‌ভিন্ন বড় বড় ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ কর‌ছেন।