শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১   ১০ শাওয়াল ১৪৪৫

রাজবাড়ীতে করোনা সচেতনতায় রেড ক্রিসেন্টের বিভিন্ন কর্মসূচি পালন

নিউজ ডেস্ক

ফরিদপুর প্রতিদিন

প্রকাশিত : ১০:৫৬ এএম, ৭ এপ্রিল ২০২১ বুধবার

রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে করোনাভাইরাস সচেতনতায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মাস্ক বিতরণ, মাইকিং ও সচেতনামূলক প্রচারণা।

মঙ্গলবার (০৬ এপ্রিল ) বিকেলে শহরের হাসপাতাল সড়কের এক নম্বর বেড়াডাঙ্গায় রেডক্রিসেন্ট প্লাজার সামনে স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার সম্পাদক সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন।

এ সময় রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য এজাজ আহম্মেদ, শেফালী খাতুন,শাকিল সরদার, খন্দকার আহমদ আলী রেডক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা আহমদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন।

এরপর শহরের রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড়, সেগুনবাগান, পৌরসভাভবন, পান্নাচত্বর, রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বর, পাঁচতলা মোড়, কাপরবাজার, ফলবাজার, হাজী মার্কেট এলাকায় স্বাস্থ্যবিধি ও সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে প্রচারণা চালানো হয়। 

এতে যুব রেডক্রিসেন্টের স্বেচ্চাসেবকরা অংশগ্রহণ করে