শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

মক্কায় মসজিদে প্রবীণদের জন্য বিশেষ পরিবহন সেবা

ফরিদপুর প্রতিদিন

প্রকাশিত : ১১:৪৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার

মক্কায় মসজিদ আল হারামে ওমরা পালনে যাওয়া বয়স্কদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করা হয়েছে। মসজিদে হারাম কর্তৃপক্ষের উদ্যোগে এ সেবার আওতায় অসুস্থ ও বয়স্কদের বিনামূল্যে পরিবহন সেবা দেওয়া হবে। 

সম্প্রতি বিশেষ এই পরিবহন সেবা উদ্বোধন করেন হারামাইন প্রেসিডেন্সির চেয়ারম্যান শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস। তিনি বলেন, এ সেবা চালুর উদ্দেশ্য হলো, মসজিদে হারামে নামাজ আদায়, তাওয়াফ ও সায়ির জন্য আগত বয়স্ক, অসুস্থ ও চলাচলে অক্ষমদের সহায়তা করা। তারা যেন সহজে তাদের কাজগুলো করতে পারেন। এ সেবা আরও বিস্তৃত করা হবে।

 শায়খ সুদাইস আরও বলেন, প্রতিনিয়ত এসব গাড়ি ও গাড়ি চলাচলের রাস্তাগুলোকে জীবাণুনাশক দিয়ে নিরাপদ করতে হবে। এ সময় তিনি মসজিদে হারামে করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রয়োগের ক্ষেত্রে তিনি আরও গুরুত্বারোপ করেন।
আপাতত গাড়িগুলো মসজিদে হারামের বাদশাহ আবদুল আজিজ গেট, বাদশাহ ফাহাদ গেটসহ অধিক লোক সমাগম হয় এমন প্রবেশপথে রাখা হয়েছে। এখান থেকেই বয়স্কদের মসজিদে হারামে আনা-নেওয়া ও তাদের সেবা দেওয়া হবে।