শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০   ১৯ রমজান ১৪৪৫

করোনায় ফরিদপুরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক:

ফরিদপুর প্রতিদিন

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

ফরিদপুরের মধুখালী উপজেলার এক পরিবার পরিকল্পনা কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ২টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রয়াত কর্মকর্তা মো. শোয়েব আলী মিয়ার বাড়ি উপজেলার কোরকদী ইউনিয়নের বামুন্দি বালিয়াকান্দি গ্রামে। মৃত্যুকালে স্ত্রীসহ দুই মেয়ে রেখে গেছেন তিনি।

মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম জানান, শোয়েব আলী মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শোয়েব আলী মিয়ার গ্রাম বামুন্দি বালিয়াকান্দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজা শেষে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে তার স্বজনরা।

অপরদিকে বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মধুখালী পৌরসভার বাসিন্দা চাল ব্যবসায়ী পরান সিকদার (৬৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে সংশ্লিষ্ট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কমিশনার মো. আনিসুর রহমান লিটন জানান।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে ৫২ জন মারা গেছেন। এছাড়াও জেলায় মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৫৩ জন।