বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০   ১৮ রমজান ১৪৪৫

বানভাসী পরিবারে রাজবাড়ী জেলা পরিষদের ঈদ সামগ্রী

নিউজ ডেস্ক

ফরিদপুর প্রতিদিন

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ৩১ জুলাই ২০২০ শুক্রবার

রাজবাড়ীতে বন্যার পানি সামান্য কমলেও বন্যার্ত দুর্ভোগ একটু কমেনি। টানা তিন সপ্তাহ যাবত বন্যাকবলিত এলাকায় তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি, রাস্তা-ঘাট। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকাসহ ফসলি জমি, সবজি ক্ষেত ও মাছের ঘের।

দুদিন পরে ঈদুল আজহা। যেখানে বাড়ি-ঘর পানির নিচে। উনুনে আগুন জ্বলছে না। করোনা ও বন্যার ভয়াবহতায় তাদের ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে।

এরই মধ্যে রাজবাড়ী জেলা পরিষদ জেলার বন্যার্তদের তিন হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছে ঘরে ঘরে গিয়ে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার ও জেলা পরিষদের অন্যতম সদস্য নাজমুল হাসান মিন্টু রাজবাড়ী সদরের পদ্মার চরাঞ্চলের চন্দনী, খানগঞ্জ, কাঠুরী, মৌকুড়ি, জৌকুড়া ও অন্তারমোড় বন্যাকবলিত এলাকায় যারা এ পর্যন্ত কোন ত্রাণ পায়নি- তাদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন।

এ সময় তিনি শিশু ও বষস্কদের মাঝে শুকনা খাবারও বিতরণ করেন।