শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১৪৭

রমজান উপলক্ষে রাজবাড়ী পৌর এলাকায় টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজবাড়ী পৌর এলাকায় ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে রাজবাড়ী বাজারের টিসিবির ডিলার মেসার্স শামসুল ট্রেডার্সে এ পণ্য বিক্রি শুরু হয়।

রাজবাড়ী পৌরসভার ৬ ও ৭ ওয়ার্ডের ৯৩৫ জন ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে ২লিটার সয়াবিন তেল ২২০টাকা, মসুর ডাল ২কেজি ১৪০টাকা, চিনি ১কেজি ৬০টাকা ও ছোলা ১কেজি ৫০টাকা দরে মোট ৪৭০টাকার প্যাকেজ মূল্যে বিক্রি করা হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই পণ্য কার্ডধারীদের মাঝে বিক্রি করা হয়।

এ সময় মের্সাস শামসুল ট্রেডার্সের প্রোফাইটর মোঃ রাশেদুল হক, রাজবাড়ী বাজারের ব্যবসায়ী মোঃ রইচ উদ্দিন ও শরিফুল ইসলাম স্বপনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর