শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
২৮৭

পেঁয়াজ চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন রাজবাড়ীর কৃষকরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

মাঠজুড়ে সবুজ ডগায় গোছায় গোছায় সাদা ফুল দেখা যায় রাজবাড়ীর মাঠ জুড়ে। ওই সাদা ফুলের মধ্যেই লুকিয়ে আছে ‘কালো সোনা’খ্যাত পেঁয়াজ বীজ।

সারাদেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় স্থানে রয়েছে রাজবাড়ী জেলা। দেশে উৎপাদিত মোট পেঁয়াজের ১৪ শতাংশ উৎপাদন হয় এ জেলা থেকে। পেঁয়াজের পাশাপাশি বীজ উৎপাদনে গুরত্বপূ্র্ণ ভূমিকা রয়েছে এ জেলার।

রাজবাড়ী জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতিবছরই পেঁয়াজ বীজ চাষের আওতা বাড়ছে। চলতি বছর শুধু রাজবাড়ী সদর উপজেলাতেই ৪৪ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ আবাদ হয়েছে।

পেঁয়াজ বীজ চাষি সালাম শেখ, হাশেম শেখ ও জব্বার শেখ ফরিদপুর প্রতিদিনকে জানান, প্রতি বিঘা জমিতে পেঁয়াজ বীজ চাষে খরচ হয়েছে ৫৫ থেকে ৬০ হাজার টাকা। অন্যান্য বছরের চেয়ে এ বছর পেঁয়াজ বীজের বাম্পার ফলন হয়েছে। সামনের দিকে আবহাওয়া ভাল থাকলে খরচ বাদে দ্বিগুণেরও বেশি লাভ হবে।

রাজবাড়ী সদর উপজেলার আফরা গ্রামের পেঁয়াজ বীজ চাষি উজ্জল শেখ জানান, ৪ বিঘা জমিতে তিনি পেঁয়াজ বীজ চাষ করেছে। এতে তার বিঘা প্রতি খরচ হয়েছে ৬০ হাজার টাকা। যদি আবহাওয়া ভাল থাকে এবং তিনি ঠিকমতো ফসল ঘরে তুলতে পারেন তবে এই পেঁয়াজ বীজ সাত লাখ টাকা বিক্রি করতে পারবেন। এতে খরচ বাদে বিঘাপ্রতি তার লাভ হবে অন্তত ১ লাখ ১৫ হাজার টাকা।

শুধু উজ্জল শেখই নয়, তার মতো রাজবাড়ী সদর উপজেলার অনেক কৃষকই পেঁয়াজ বীজ চাষের মাধ্যমে দিন বদলের স্বপ্ন দেখছেন।

জেলা কৃষি অফিসার নারায়ন মন্ডল বলেন, পেঁয়াজ বীজ চাষে লাভ বেশি। চলতি বছরও পেঁয়াজ বীজের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা লাভবান হবের। আমরা সার্বক্ষনিক তাদের সহযোগীতা ও পরামর্শ দিয়ে আসছি। 

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর