শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১৪৯

মাকড়সা তাড়ানোর ঘরোয়া টোটকা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

ঘরে মাকড়সা থাকলে জাল বুনবেই।  এতে সাজানো গোছানো ঘরটা একটুতেই আগোছালো এলোমেলো মনে হয়। মূলত খাবারের সন্ধানে এরা জাল বুনে থাকে। আর যাইহোক ঘরে মাকড়সা থাকুক, এটা নিশ্চয় চান না? তাহলে ঘরোয়া টোটকায় মাকড়সা তাড়ান।

>> সাদা ভিনেগারের গন্ধ আর স্বাদ মাকড়সা পছন্দ করে না। স্প্রে বোতলে সমান সমান পরিমাণে ভিনেগার আর পানি মিশিয়ে নিন। তার পরে মাকড়সা আসার পথে আর জালে স্প্রে করে দিন। সমস্যা কমবে।

>>  গন্ধও মাকড়সা অত্যন্ত অপছন্দ করে। মাকড়সার আসা যাওয়ার পথে পাতিলেবুর খোসা রগড়ে দিতে পারেন।

>> পুদিনা পাতা একটু শুকিয়ে নিন। তারপরে মুখখোলা ছোট খামে ভরে ঘরের কোণায় কোণায় রেখে দিন। ওর আশপাশে মাকড়সা আসবে না।

>> মাকড়সার উৎপাত বাড়ে ধুলার কারণে। যদি নিয়মিত ঘরের ধুলো পরিষ্কার করেন, তাহলে মাকড়সা এমনিতে কমে যাবে।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন