শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১৭৭

সাকিবের অভাব পূরণ করতে চান মিরাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। খেলার মাঠ কিংবা মাঠের বাইরে সবসময়ই আলোচনায় থাকেন তিনি। আর এজন্য সাকিবকে নিয়ে ক্রিকেট পাগল ভক্তদের উন্মাদনার যেন শেষ নেই। 

তবে লাল-সবুজের জার্সিতে সাকিবকে যখন আর দেখা যাবে না। তখন সেই অভাবটা পূরণ করবেন কে? এর সমাধান সহজে না মিললেও, বর্তমান অলরাউন্ডার মেহেদী মিরাজের নাম শোনা যায়। পরিণত বয়সে সাকিবের মতো হতে পারবেন তিনি। এমনই প্রত্যাশা ভক্তদের।

তবে শুধু ভক্তরাই নন, এমন স্বপ্ন দেখেন মেহেদী মিরাজ নিজেও।  

ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ৩-০তে অবিস্মরণীয় জয়ের পরদিন একটি প্রতিষ্ঠানের পণ্যদূত হওয়ার আয়োজনে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে তার কাছে প্রশ্ন ছুটে গেল, সাকিবের মতো হওয়ার বিশ্বাস আছে কি না। 

তার অকপট উত্তর, ‘বিশ্বাস না করলে তো যেতে পারব না। অবশ্যই বিশ্বাস করি।’

মিরাজ বলেন, দলে অলরাউন্ডার যত থাকবে, দলের অবস্থা তত ভালো থাকবে। দলের সমন্বয় করাটা অনেক ভালো হয়। সাকিব ভাই তো আমরা জানি, বিশ্বের সেরা অলরাউন্ডার এখন, সবসময়ই ছিল। তাকে দেখেই কিন্তু আমরা অনুপ্রাণিত হয়েছি এবং যখন আমরা চোখের সামনে বিশ্বমানের ক্রিকেটার দেখি, তখন অবশ্যই আমাদেরও চাহিদাটা থাকে যে, আমরাও একদিন হব।

তিনি আরো বলেন, দিনশেষে, দলের ভেতরে যত বেশি ম্যাচ জেতানোর ক্রিকেটার থাকবে... আমরা যদি বিশ্বাস করি, একটা ক্রিকেটার আছে, কেবল ও-ই ম্যাচ জেতাতে পারে, এটা হলে দল হয়তো এক দিন জিততে পারে। দিনের পর দিন জিততে পারবে না। 

মিরাজের ভাষ্যে, আমাদের দলে এখন যে কোনো দিন যে কেউ জেতাতে পারে। অবশ্যই নিজের কাছে ভালো লাগছে, যেহেতু ব্যাটিং ভালো হচ্ছে। চেষ্টা করব ব্যাটিং-বোলিংয়ে আরও উন্নতি করার।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর