শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
৭০

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন মুশফিকের

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

ওয়ানডে ক্যারিয়ারে নিজের নবম শতক পূর্ণ করলেন মুশফিকুর রহিম। ৬০ বলে ১৪টি চার ও দুই ছক্কায় শতক রান পূর্ণ করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।  যার কারণে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ডটি নিজের করে নিলেন তিনি। এর আগে এ রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের দখলে। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশি এই অলরাউন্ডার।  

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সতর্ক শুরুর পর তামিম ইকবাল দ্রুত ফিরলেও অর্ধশতক তুলে নিয়েছেন আরেক ওপেনার লিটন দাস। তার পর ফিফটি করেন নাজমুল হোসেন শান্ত। তবে এ ম্যাচে নিজেকে আলাদাভাবে চেনান মুশফিকুর রহিম। টি-২০ ধাঁচে খেলে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি পূর্ণ করেন এ উইকেটকিপার ব্যাটসম্যান। লেগ স্টাম্পের ওপর করা নিচু ফুল টস ডেলিভারি মিড উইকেটের দিকে ঠেলে দিয়ে ১ রান নিলেন মুশফিকুর রহিম। পৌঁছে গেলেন একশ রানে। হেলমেট খুলে গর্জন দিয়ে সারলেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরির উদযাপন। 

বাংলাদেশের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি :
মুশফিকুর রহিম -৬০ বল - প্রতিপক্ষ আয়ারল্যান্ড - সিলেট - ২০২৩ 
সাকিব আল হাসান - ৬৩ বল - প্রতিপক্ষ জিম্বাবুয়ে-  বুলাওয়ায়ো - ২০০৯
সাকিব আল হাসান - ৬৮ বল - প্রতিপক্ষ জিম্বাবুয়ে - মিরপুর - ২০০৯
মুশফিকুর রহিম - ৬৯ বল - প্রতিপক্ষ পাকিস্তান - মিরপুর - ২০০৯

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর