শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১১৬

রাজবাড়ীতে নতুন করে ঘর পাচ্ছেন ২৭৭ গৃহহীন পরিবার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

আগামী ২২ মার্চ রাজবাড়ীর তিন উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর রাজবাড়ী জেলার ২৭৭টি ঘর হস্তান্তর করা হবে। এতে ভুমিহীন ও গৃহহীনমুক্ত হবে রাজবাড়ী সদর, পাংশা ও বালিয়াকান্দি উপজেলা।

সোমবার (২০ মার্চ) সকালে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ন প্রকল্পের ঘর হস্তান্তর সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রাজবাড়ীর জেলা প্রশাসন।

জানা গেছে, এর আগে রাজবাড়ী জেলার পাচটি উপজেলায় ২ হাজার ১২২ টি ঘর প্রদান করা হয়েছে। আর আগামী ২২ মার্চ রাজবাড়ী সদর উপজেলায় ৩৫ টি, পাংশা উপজেলায় ১২০ টি, বালিয়াকান্দি উপজেলায় ১২০ টি ও গোয়ালন্দ উপজেলায় ২ টি ঘরসহ ২৭৭ টি ঘর ২ শতাংশ জমিসহ হস্তান্তর করা হবে। এ নিয়ে জেলায় হস্তান্তরকৃত ঘরের সংখ্যা হবে ২ হাজার ৩৯৯ টি। এবং গোয়ালন্দ উপজেলায় ১৩ টি ঘরের কাজ চলমান আছে যা শেষ হলে পুরো জেলাহবে ভুমিহীন ও গৃহহীন। 

সাংবাদিক সম্মেলনে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) সুবর্না রানী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)জয়ন্তী রুপা রায়, রেভিনিউ কালেকটর মো: রফিকুল ইসলাম রাজবাড়ী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক খোন্দকার আব্দুল মতিনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, মুজিব শতবর্ষে ভুমিহীন ও গৃহহীনদের ভুমিসহ গৃহ প্রদান প্রধানমন্ত্রীর একটি আবেগের স্থান। প্রধানমন্ত্রী বলেছেন, মুজিব শতবর্ষে একটি মানুষও ভুমিহীন ও গৃহহীন থাকবে না। সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলা প্রশাসনের পুরো টিম একত্রে কাজ করেছে। সরকারের এমন একটি মহতী উদ্যোগে শামিল হতে পেরে আমরা গর্ববোধ করছি।


 

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর