বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
ফরিদপুরে পেঁয়াজের বীজের বাম্পার ফলনের সম্ভাবনা নতুন ঘর পাচ্ছেন চরভদ্রাসনের একশ পরিবার পেঁয়াজ চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন রাজবাড়ীর কৃষকরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৭ এপ্রিল রাজবাড়ীতে নতুন করে ঘর পাচ্ছেন ২৭৭ গৃহহীন পরিবার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
১২৮

রাজবাড়ীতে মায়ের সঙ্গে ঝগড়ার পর ছেলের ‘আত্মহত্যা’

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

রাজবাড়ীতে মায়ের সঙ্গে ঝগড়া করে বিষপানে রাব্বী ফকির জিদ্দি (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাব্বী ফকির ওই গ্রামের হারুন ফকিরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে জিদ্দির মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। সন্ধ্যায় তিনি বাড়ির পাশে মাঠের মধ্যে গিয়ে বিষপান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর