বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
ফরিদপুরে পেঁয়াজের বীজের বাম্পার ফলনের সম্ভাবনা নতুন ঘর পাচ্ছেন চরভদ্রাসনের একশ পরিবার পেঁয়াজ চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন রাজবাড়ীর কৃষকরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৭ এপ্রিল রাজবাড়ীতে নতুন করে ঘর পাচ্ছেন ২৭৭ গৃহহীন পরিবার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
১০৭

জানুয়ারিতে ৩২ ফিলিস্তিনির প্রাণ নিল ইসরাইল

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

জানুয়ারি মাসে ৩২ নিরীহ ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। এর মধ্যে গত শুক্রবারই পূর্ব জেরুজালেমে সিনাগগের বাইরে সাতজনকে হত্যা করা হয়েছে। খবর আলজাজিরার। 

এর আগে অধিকৃত পশ্চিমতীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরাইলি বাহিনী। এ সময় ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে এক বৃদ্ধা নারীসহ ৯ ফিলিস্তিনি নিহত হন। 

সম্প্রতি তৃতীয়বারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এর পরই বেড়েছে ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের মাত্রা। 

এদিকে ইসরাইলের বেসামরিক নাগরিকদের কাছেও অস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। দেশটির মন্ত্রপরিষদের সঙ্গে এক বৈঠকের পর এমন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন তিনি। 

শনিবার নেতানিয়াহু ঘোষণা করেন, ইসরাইলে নতুন বসতি স্থাপনেও কাজ করবে তার সরকার। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফিলিস্তিনিদের দমাতে সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার কথাও জানান তিনি। 

প্রসঙ্গত, জেনিনে দীর্ঘদিন ধরে কোনো অভিযান চালায়নি ইসরাইল। এবার সেখানে অভিযান শুরু করেছে দেশটি। 

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর