শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১৮৫

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচকে ঘিরে দুই ক্লাবের দাঙ্গা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে স্থান করে নিয়েছে ইতালিয়ান ক্লাব নাপোলি। সেজন্য ক্লাবটিকে জার্মান দল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে আসতে হয়েছে।

কিন্তু এই দুই দলের ম্যাচের আগেই সমর্থকদের মাঝে দাঙ্গা বেঁধে যায়। এমনকি পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। 

দুই দেশের জনপ্রিয় এই ক্লাব দুটির সমর্থকদের মাঝে এমন ঘটনা ঘটবে- তা আগেই ধারনা করেছিল ইতালিয়ান ক্লাব কর্তৃপক্ষ। তাই ফ্রাঙ্কফুর্টের বাস করা সমর্থকদের স্টেডিয়ামে আসার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল তারা। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। যেকোনোভাবেই জার্মান ক্লাবটির কিছু সমর্থক ইতালিতে চলে আসে এবং স্টেডিয়ামে গিয়ে খেলা দেখে। 

ধারণা করা হয়েছিল, জার্মানি থেকে প্রায় ৬ শতাধিকের মতো আইনট্রাখট সমর্থক নাপোলিতে পৌঁছেছে। খেলার শুরু আগেই এমন ঘটনার প্রভাব অবশ্য ম্যাচে পড়েনি। ঘরের মাঠে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়ে পরের পর্বে স্থান করে নেয় নাপোলি।       

দাঙ্গা ঘটনায় ইতালিয়ান গণমাধ্যম বলছে, শুধু ফ্রাঙ্কফুর্টের সমর্থকরাই নয়, পুলিশের দিকে ও আইনট্রাখট সমর্থকদের বহনকারী বাসের দিকেও পাথর ছুঁড়ছিল নাপোলি সমর্থকরা।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর