শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১৮৬

সালথায় চাষিদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

 "সোনালী আশেঁর সোনার দেশ মুজিব বর্ষে বাংলাদেশ" ফরিদপুরের সালথায় পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ মার্চ) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক এর আওতায় তালিকাভুক্ত পাটচাষিদের মাঝে বিনামূল্যে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এ সময় মোট ৫০০ জন পাট চাষিদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।

রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফুল আমীন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উক্ত পরিষদের ইউপি সদস্য সৈয়দ আলী, ইদ্রিস আলী, উদ্যোক্তা বাচ্চু মিয়া প্রমুখ।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর