বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
ফরিদপুরে পেঁয়াজের বীজের বাম্পার ফলনের সম্ভাবনা নতুন ঘর পাচ্ছেন চরভদ্রাসনের একশ পরিবার পেঁয়াজ চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন রাজবাড়ীর কৃষকরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৭ এপ্রিল রাজবাড়ীতে নতুন করে ঘর পাচ্ছেন ২৭৭ গৃহহীন পরিবার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
৪৭

সালথায় অবৈধভাবে মাটি খনন, ৩ জনকে কারাদণ্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৪ মার্চ ২০২৩  

ফরিদপুরের সালথায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি খননের দায়ে ৩ জনকে হাতেনাতে ধরে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের কামাইদিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী।

আটককৃত মাটি খননকারীরা হলো বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের নরেশ চন্দ্র বিশ্বাসের ছেলে সমীর (৪২), একই গ্রামের বিল্লাল শেখের ছেলে মো: আব্দুস শুকুর (২১) ও ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বিজয় কুমার বিশ্বাসের ছেলে দুর্জয় কুমার বিশ্বাস (২১)।

অবৈধভাবে ভেকু দিয়ে মাটি খনন করছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের কামাইদিয়া নামক স্থানে অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)। এসময় সালথা থানার এস আই ফরহাদসহ পুলিশ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর