সম্মতিপত্র স্বাক্ষরে মিলবে টিকা
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১

ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে করোনার টিকা দেওয়া শুরু হবে। এ মাসের ২১-২৫ তারিখের মধ্যে দেশে আসবে করোনার টিকার প্রথম চালান, ২৬ জানুয়ারি শুরু হবে নিবন্ধন। টিকা নিতে হলে গ্রহীতাকে একটি সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে। টিকাগ্রহীতার মোবাইলে জানানো হবে টিকা দেওয়ার স্থান ও সময়। টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা মাথায় রেখে উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে কেন্দ্রভিত্তিক মেডিকেল টিম থাকবে।
টিকা বিতরণ কমিটির সদস্য ডা. শামসুল হক বলেন, ‘করোনার টিকা নেওয়ার আগে একটি সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে। কারণ, যাকে আমরা টিকা দিচ্ছি, তার একটা অনুমতির প্রয়োজন রয়েছে। আমরা একটি সম্মতিপত্র তৈরি করেছি। সেখানে রেজিস্ট্রেশন নম্বর, তারিখ, পরিচয়পত্র ও নাম থাকবে। তিনি আরও বলেন, সম্মতিপত্রে লেখা থাকবে ‘করোনার টিকা সম্পর্কে আমাকে অনলাইনে এবং সামনাসামনি ব্যাখ্যা করা হয়েছে। এই টিকা গ্রহণের সময়, অথবা পরে যে কোনো অসুস্থতা, আঘাত বা ক্ষতি হলে, তার দায়ভার স্বাস্থ্যসেবা প্রদানকারী বা সরকারের নয়। আমি সম্মতি দিচ্ছি যে, টিকা গ্রহণ ও এর প্রভাব সম্পর্কিত তথ্যের প্রয়োজন হলে আমি তা প্রদান করব। জানা মতে, আমার ওষুধজনিত কোনো অ্যালার্জি নেই’।
এ বিষয়টিও সম্মতিপত্রে উল্লেখ করতে হবে জানিয়ে ডা. শামসুল হক বলেন, ‘এটা খুবই জরুরি। এ বিষয়টি যদি তিনি না জানান, তাহলে কোনো দুর্ঘটনা ঘটে গেলে, তখন আমরাও বুঝতে পারব না। টিকাগ্রহীতাকে আরও সম্মতি দিতে হবে যে, ‘টিকাদান পরবর্তী প্রতিবেদন, অথবা গবেষণাপত্র তৈরির বিষয়ে অনুমতি দিলাম’। এই সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে এবং এটা আমাদের কাছে থাকবে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, করোনা রোগীদের চিকিৎসায় সরাসরি যুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা প্রথম ধাপের টিকার আওতায় আসবেন। তবে তাদেরও নিবন্ধন করতে হবে। ২৬ জানুয়ারি থেকে নিবন্ধন শুরু হবে। নিবন্ধন করার পর এসএমএসের মাধ্যমে টিকা নেওয়ার দিন ও সময় জানানো হবে। তবে ১৮ বছরের নিচে ও প্রসূতিরা টিকার আওতায় আসবে না। প্রতিটি টিকাদান কেন্দ্রে দুজন করে নার্স ও চারজন স্বেচ্ছাসেবী থাকবেন।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, এ টিকায় পার্শ্বপ্রতিক্রিয়ার হার ২ থেকে ৩ শতাংশের মতো। তবে যে কোনো টিকার ক্ষেত্রেই গ্রহণকারী ব্যক্তির স্বল্প থেকে মধ্যম, কিছু ক্ষেত্রে প্রবল পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এনাফাইলিক্সিস বলে একটা কথা রয়েছে। এটি মারাত্মক প্রতিক্রিয়া, যা সামান্য কিছু ক্ষেত্রে হতে পারে। এই এনাফাইলিক্সিসের আবার বিভিন্ন ধাপ রয়েছে। ফলে যারা করোনার টিকা দেবেন, টিকাদান কেন্দ্রে যারা থাকবেন, তাদের এ বিষয়গুলো সম্পর্কে অবহিত করা হবে। পার্শ্বপ্রতিক্রিয়ার কথা মাথায় রেখে উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায়ে কেন্দ্রভিত্তিক মেডিকেল টিম থাকবে। এনাফাইলিক্সিসের জন্য কেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকবে। এ ছাড়া তাৎক্ষণিক প্রয়োজনে চিকিৎসকরা যাতে টিকাদান কেন্দ্র বা হাসপাতালে চলে আসেন, সে ব্যবস্থাও থাকবে।
উপজেলা হাসপাতালেও যদি এমন দুর্ঘটনা ঘটে, সে বিষয়টি ভেবে সেখানে প্রস্তুতি নেওয়া থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, টিকা কার্যক্রমের সফলতা নির্ভর করে প্রক্রিয়াটি কতটা স্বচ্ছতার সঙ্গে করা হলো, তার ওপর। টিকা নিয়ে মানুষের মধ্যে যাতে বঞ্চনার অনুভূতি বা বিভক্তি সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। স্বচ্ছতার সঙ্গে, সবার সঙ্গে আলাপ-আলোচনা করে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তাহলে গ্রহণযোগ্যতা পাবে।

- খোলামেলা ফটোশুটে নুসরাত
- লেভেল ক্রসিংয়ে আর মৃত্যু নয় : রেল ও সড়কপথ নিরাপদ করতে ব্যবস্থা
- নদী খননে প্রাণ ফিরে পেয়েছে জীব বৈচিত্র্য
- বৈদেশিক ঋণের নীতিমালা শিথিল
- ‘২০২১ সালে ৯০ ভাগ সরকারি সেবা ডিজিটালাইজড করা হবে’
- বোয়ালমারী পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী
- গত বছরের চেয়ে এবার প্রবৃদ্ধি ২.১০ শতাংশ
- আরেকটি স্বপ্ন পূরণের পথে
- প্রধানমন্ত্রীকে নিয়ে আয়োজিত প্রদর্শনী দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- শ্রাবন্তী নয়, অন্য এক ‘মনের বন্ধু’ খুঁজে পেলেন রোশন
- দক্ষিণী ছবির অফারের সঙ্গে এসেছিল ‘কাস্টিং কাউচ’এর প্রস্তাব
- নিরঙ্কুশ বিজয়ে আওয়ামী লীগ
- ডিজিটাল বাংলাদেশ : লক্ষ্যপূরণে অর্জন আশা জাগানিয়া
- ঢাকাকে বাঁচাতে ১৫ রেডিয়াল রোড
- কারিগরি শিক্ষায় ভাতের অভাব হয় না : প্রতিমন্ত্রী ফরহাদ
- ২০২১ সালের মধ্যে আইসিটিতে ২০ লাখ মানুষের কর্মসংস্থান হবে
- আবারও ধর্মান্ধগোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় বিএনপি
- জামায়াতের মুখে হঠাৎ বঙ্গবন্ধুর বন্দনা, কীসের আলামত?
- অন্তর্বাস ছাড়াই পোষ্যকে নিয়ে মর্নিং ওয়াকে মালাইকা!
- চমক দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জ্যাকলিন
- ঝড়ো ব্যাটিংয়ে দলকে জেতালেন তামিম
- দুর্গম চরে আশার আলো
- একটি মিশ্র তরল সার উদ্ভাবন করা হয়েছে
- তিস্তা ব্যারাজের কমান্ড এলাকায় সেচ কার্যক্রম শুরু
- উন্ডিজের বিপক্ষে টাইগার স্কোয়াডে নতুন তিন মুখ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজের সূচি
- সৌন্দর্য চর্চায় কুকুরের মূত্রপান তরুণীর!
- ফরিদপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
- করোনা বিস্তাররোধে ফরিদপুরে সিএসটি এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
- গোয়ালন্দে বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে প্রশাসন
- বিএনপির শীর্ষ নেতৃত্বে সন্দেহ-অবিশ্বাস চরমে, বিপর্যয়ের আশঙ্কা!
- পাঁচ জেলায় এক হাজার ৯২৫ গৃহহীন পাচ্ছেন নতুন ঘর
- নগদেই হবে ৭৫ ভাগ সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান
- ফরিদপুরে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
- ফরিদপুরে দোয়া মাহফিল ও শীত বস্ত্র বিতরণ
- ফরিদপুর পৌরসভার মেয়র হিসেবে অমিতাভের দায়িত্ব গ্রহন
- শীতে খুলছে না স্কুল-কলেজ
- পর্যটনের সম্ভাবনা পদ্মা সেতু ঘিরে
- লাইভে এসে তারেক জিয়াকে নিয়ে টিটকারি করলেন ফখরুল!
- নগদেই হবে ৭৫ ভাগ সামাজিক নিরাপত্তা ভাতা প্রদান
- অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়াতে ৪৪১ কোটি টাকার প্রকল্প
- নগদের মাধ্যমেই সরকারি ভাতা পৌঁছাবে উপকারভোগীর হাতে
- সরকারি ভাতা ঠিকমতো পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- বঙ্গবন্ধু ম্যারাথনে চ্যাম্পিয়ন মরক্কোর হিসাম ও কেনিয়ার এডিউন
- আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশ স্বনির্ভর ও উন্নত হয়ে গড়ে উঠছে
- সংগঠন গড়ার জন্য বঙ্গবন্ধু মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন: শেখ হাসিনা
- প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে ভাতা বিতরণের অভিযোগ বিকাশের বিরুদ্ধে
- মানুষের সেবক হয়েই কাজ করে যেতে চাই : প্রধানমন্ত্রী
- ২০৭১ সালের পরিকল্পনা হাতে নিয়েছি: প্রধানমন্ত্রী
- মধুখালী পৌরসভার মেয়র হিসেবে আবারও শপথ নিলেন লিমন

- চোখের অ্যালার্জি দূর করতে করণীয়
- ডায়াবেটিস রোগের ঘরোয়া চিকিৎসা
- ডেঙ্গু জ্বরে কি কি পরীক্ষা কখন করানো উচিত?
- করোনা ভাইরাসের বাহক মানুষও!
- ছেলে বা মেয়ে সন্তানের প্রক্রিয়াটা জানেন কি?
- যেসব কারণে খাওয়া উচিত কালোজিরা
- জন্ডিস হলে কী করবেন, ডাক্তারের কাছে কখন যাবেন?
- হার্নিয়ার লক্ষণগুলো জানেন কি?
- পাইলস চিকিৎসায় রিং লাইগেশন
- শিশুকে স্বাস্থ্যকর খাবারে আগ্রহী করার ৫ নিয়ম
- মুখে ঘা হলে করণীয়
- গলা ব্যথা অনুভব করছেন?
- ১৫০ মিটারের মধ্যে ঘুরাঘুরি করে এডিস মশা
- একাকিত্ব যখন মৃত্যুর কারণ!
- আমলকির গুণাগুণ