শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১১৩

সদরপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

সদরপুর প্রতিনিধি

প্রকাশিত: ৬ মে ২০২৩  

ফরিদপুরের সদরপুর উপজেলায় ৩ হাজার পিস ইয়াবাসহ মহসিন মাতুব্বর (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বৃহস্পতিবার উপজেলার বাবুরচর খালাসিডাঙ্গী এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়।

আটক মহসিন একই গ্রামের খালেক মাতুব্বরের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরপুরের ঢেউখালীর বাবুরচর খালাসিডাঙ্গী এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় একটি বসতঘর থেকে মহসিন মাতুব্বর নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। একই সময় তার কাছে থাকা ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিদর্শক (এসআই) সেরাজুল ইসলাম বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সদরপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। পরে একইদিন বিকেলে তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ উপপরিচালক।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর