বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
ফরিদপুরে পেঁয়াজের বীজের বাম্পার ফলনের সম্ভাবনা নতুন ঘর পাচ্ছেন চরভদ্রাসনের একশ পরিবার পেঁয়াজ চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন রাজবাড়ীর কৃষকরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৭ এপ্রিল রাজবাড়ীতে নতুন করে ঘর পাচ্ছেন ২৭৭ গৃহহীন পরিবার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
১৩

যে ৩ খবর মিথ্যা বললেন মেসির বাবা

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। বিভিন্ন সময়ে নানা কারণেই খবরের শিরোনামে উঠে আসেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। তবে নতুন কোনো রেকর্ড করে নয়, বরং মেসিকে নিয়ে ভূয়া খবরে চটেছেন তার বাবা জর্জ মেসি।

গত কয়েকমাস ধরেই বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়, চলতি মৌসুমেই পিএসজির যাত্রা শেষ হচ্ছে মেসির। নতুন করে চুক্তি নবায়ন না হওয়ায় এ গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করে। 

শোনা যাচ্ছিল, ফরাসি ক্লাব ছেড়ে যুক্তরাষ্ট্রের সকার লিগ কিংবা সৌদি ক্লাবে পাড়ি জমাতে পারেন মেসি। এসব গুঞ্জনের মাঝেই সৌদির রিয়াদে পৌঁছায় মেসির বাবা। যিনি মেসির ব্যক্তিগত এজেন্টও বটে। মূলত এরপর থেকেই মেসির সৌদিতে আসা নিয়ে ভক্তরা দুই আর দুইয়ে চার মেলাতে শুরু করেছেন।

তবে মেসিকে নিয়ে মিথ্যা খবরে বেজায় চটেছেন জর্জ মেসি। ছেলেকে নিয়ে ছড়ানো ৩টি খবরই তিনি উড়িয়ে দিয়েছেন।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা এক স্টোরিতে তিনটি খবরই ভুয়া বলে উল্লেখ করেন জর্জ মেসি। সেই স্টোরিতে মেসির বাবা লেখেন, ‘ভুয়া খবর! এসব  বিশ্বাস করা যাবে না। আমরা আর কোনো ভুয়া খবর সহ্য করব না।’

যে তিনটি খবরকে জর্জ মেসি মিথ্যা বলে দাবি করেছেন সেগুলো হলো- গ্যালতিয়ের সঙ্গে সমস্যার কারণে মঙ্গলবার মেসির আগে অনুশীলন ছেড়ে চলে যাওয়া। নতুন চুক্তি স্বাক্ষরের জন্য মেসির দেওয়া শর্ত পিএসজির না মানা এবং অন্যটি হলো আল হিলাল থেকে ৬০০ মিলিয়ন ইউরো বেতন দাবি করেছেন মেসি।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর