বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
ফরিদপুরে পেঁয়াজের বীজের বাম্পার ফলনের সম্ভাবনা নতুন ঘর পাচ্ছেন চরভদ্রাসনের একশ পরিবার পেঁয়াজ চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন রাজবাড়ীর কৃষকরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৭ এপ্রিল রাজবাড়ীতে নতুন করে ঘর পাচ্ছেন ২৭৭ গৃহহীন পরিবার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
১৫৯

যে ফল খেতেও ভালো, মাখলেও ভালো

লাইফষ্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

পাকা পেঁপে খেতেও ভালো আবার ত্বকে মাখলেও ভালো! অবাক হচ্ছেন? হ্য়াঁ, এমনটাই বলছেন রূপ বিশেষজ্ঞরা। প্রতিদিনকার রূপচর্চায় পাকা পেঁপে ব্যবহার করলে ত্বক শুধু উজ্জ্বল হবে না, ত্বকের নানা সমস্যাও দূর হবে। 

পেঁপে ত্বকে ব্যবহারের উপায় জেনে নিন:

সপ্তাহে তিন থেকে চার বার পেঁপের নরম পাকা অংশ হাতের তালুতে চটকে নিয়ে মুখে, ঘাড়ে, হাতে এবং পায়ে ভালো করে মেখে নিন। কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন। ত্বকের জেল্লা ফেরাতে দারুণ কাজ করবে এই পাকা পেঁপে।

একটি পাতিলেবুর রসের সঙ্গে হাফ কাপ পাকা পেঁপে চটকে মিশিয়ে নিন। এই ফেসপ্যাকটি মুখে ব্রাশের সাহায্যে ভালো ভাবে লাগিয়ে নিন। ৩০মিনিট পর শুকিয়ে এলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই প্যাকটি ব্যবহার করুন। ত্বকের ময়লা দূর করতে দারুণ সাহায্য করবে এই ফেসপ্যাক।

এক কাপ সবুজ পেঁপে ব্লেন্ডার এ ব্লেন্ড করে নিন সঙ্গে এক চা চামচ ভিটামিন ই তেল, মধু এবং টকদই মিলিয়ে নিন। মুখে মেখে ম্যাসাজ করুন। ১৫ মিনিটের মতো রেখে ঠাণ্ডা পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন।

পেঁপের বিভিন্ন উপকারি এনজাইম মুখের রোদে পোড়া দাগ এবং কালো ভাব দূর করতে সাহায্য করে। নাক বা থুতনির কালো দাগ, কনুই বা হাঁটুর কালো দাগসহ বিভিন্ন দাগ দূর করে পেঁপের এনজাইম।

সূত্র: সংবাদ প্রতিদিন

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন