শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
৮৯

মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে দেশের প্রায় ৩ কোটি মানুষ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ মে ২০২৩  

বর্তমানে দেশে প্রায় তিন কোটিরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। যা মোট জনসংখ্যার ১৮ শতাংশের বেশি। ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষায় রোগী কল্যাণ সমিতির করণীয়’ শীর্ষক সেমিনারে এ তথ্য দেয়া হয়। ১৮ মে আজ বৃহস্পতিবার দুপুরে ফেনী জেনারেল হাসপাতালের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা বিভাগের উপ পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী।

জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক মো. শহীদ উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় সাবেক পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার, ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ ইকবাল প্রমুখ।

সেমিনারে বক্তারা বলেন, আমাদের দেশে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় শিক্ষা ও চিকিৎসা সংকট রয়েছে। বর্তমানে দেশে প্রায় তিন কোটিরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। যা দেশের মোট জনসংখ্যার ১৮ শতাংশের বেশি।

উন্নত দেশে প্রতি দুই হাজার মানসিক রোগীর বিপরীতে একজন চিকিৎসক থাকলেও দেশে এক লাখ মানুষের জন্যও একজন চিকিৎসক পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় দেশে মানসিক স্বাস্থ্য সমস্যার মানুষ বেড়েই চলছে। 

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন