বুধবার   ২২ মার্চ ২০২৩   চৈত্র ৭ ১৪২৯   ২৯ শা'বান ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
ফরিদপুরে পেঁয়াজের বীজের বাম্পার ফলনের সম্ভাবনা নতুন ঘর পাচ্ছেন চরভদ্রাসনের একশ পরিবার পেঁয়াজ চাষে দিন বদলের স্বপ্ন দেখছেন রাজবাড়ীর কৃষকরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৭ এপ্রিল রাজবাড়ীতে নতুন করে ঘর পাচ্ছেন ২৭৭ গৃহহীন পরিবার সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
১৩৩

মাকড়সা তাড়ানোর ঘরোয়া টোটকা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

ঘরে মাকড়সা থাকলে জাল বুনবেই।  এতে সাজানো গোছানো ঘরটা একটুতেই আগোছালো এলোমেলো মনে হয়। মূলত খাবারের সন্ধানে এরা জাল বুনে থাকে। আর যাইহোক ঘরে মাকড়সা থাকুক, এটা নিশ্চয় চান না? তাহলে ঘরোয়া টোটকায় মাকড়সা তাড়ান।

>> সাদা ভিনেগারের গন্ধ আর স্বাদ মাকড়সা পছন্দ করে না। স্প্রে বোতলে সমান সমান পরিমাণে ভিনেগার আর পানি মিশিয়ে নিন। তার পরে মাকড়সা আসার পথে আর জালে স্প্রে করে দিন। সমস্যা কমবে।

>>  গন্ধও মাকড়সা অত্যন্ত অপছন্দ করে। মাকড়সার আসা যাওয়ার পথে পাতিলেবুর খোসা রগড়ে দিতে পারেন।

>> পুদিনা পাতা একটু শুকিয়ে নিন। তারপরে মুখখোলা ছোট খামে ভরে ঘরের কোণায় কোণায় রেখে দিন। ওর আশপাশে মাকড়সা আসবে না।

>> মাকড়সার উৎপাত বাড়ে ধুলার কারণে। যদি নিয়মিত ঘরের ধুলো পরিষ্কার করেন, তাহলে মাকড়সা এমনিতে কমে যাবে।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন