শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১২৩

ভাঙ্গার প্রতারক চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

ভাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৬ মে ২০২৩  

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কৌশলে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন প্রতারণার অভিযোগে পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কার্নিকান্দা গ্রামের ইব্রাহিমের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সংম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- মো, ইব্রাহিম আকন, ফাইজুর মাতব্বর, শাহিনুর মাতব্বর, অনিক শিকদার, লিটু মাতব্বর। আটক সবাই ওই এলাকার বাসিন্দা।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হুসাইন জানান, কার্নিকান্দা গ্রামের ইব্রাহিমের বাড়ি থেকে পাঁচ প্রতারককে ৬টি মুঠোফোন ও বিভিন্ন কোম্পানির ১৮টি সিমসহ গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, বিভিন্ন সময় এই চক্রের সদস্যরা কৌশলে সাধারণ মানুষকে কল করে বয়স্ক ভাতা, শিক্ষার উপবৃত্তি, ঈদসহ বিভিন্ন অফার, বিকাশ ও নগদের একাউন্ট সংক্রান্ত বিভিন্ন অজুহাতে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে থাকে।

সংবাদ সংম্মেলন শেষে আসামিদের আদালতে পাঠানো হয়।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর