শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১০৫

ভাঙ্গায় আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা

ভাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

ফরিদপুরের ভাঙ্গায় আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভাঙ্গা থানা পুলিশের আয়োজনে থানা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হেলাল উদ্দিন ভুইয়া, উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক (মিরু মুন্সি), সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা আইনশৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিদের বিভিন্ন সংঘাত ও সংঘর্ষ নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর