শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১৯

ব্যক্তি জয়াকে দেখলে কেউ প্রেমে পড়বে না: জয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার অভিনয় দক্ষতায় বেশ কিছু দারুণ সিনেমা পেয়েছে দর্শক। তিনি এবার কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ নিয়ে আসছেন বড়পর্দায়। এক পুরুষের জীবনে দুই নারীর হৃদয়ের যুদ্ধ নিয়ে সম্পর্কের এই গল্পে দেখা যাবে জয়া আহসানকে। আগামী ২ জুন মুক্তি পাবে টালিউডের এই সিনেমা।

এ সিনেমার মুক্তিকে সামনে রেখে পশ্চিমবঙ্গে গণমাধ্যমের এক সাক্ষাৎকার দিয়েছেন জয়া। এ আলোচনায় নানা বিষয়ে মন্তব্য করেন জয়া। এসময় সঞ্চালক বলেন, আমার অনেক বন্ধু বলে জয়া কত সুন্দর! ওর সঙ্গে একটা ছবি তুলতে চাই। সৌন্দর্যের বিষয়টা আপনি কীভাবে দেখেন?

এ প্রশ্নের জবাবে জয়া আহসান বিনয়ের সঙ্গে বলেন, ওটা চরিত্রের প্রেম পড়ে, আমার না। ব্যক্তি জয়াকে দেখলে কেউ প্রেমে পড়বে না। কারো ভালোও লাগবে না। ভক্তরা যেটা দেখেন সেটা জয়া আহসানের ইমেজ। ওটা জয়া আহসান না। জয়া আহসান খুব সাধারণ, কোনো রহস্য নেই। চরিত্রের জয়াকে দেখে সবাই ভাবে জয়া আহসান রহস্যময়ী।

ছবিতে জয়া ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক সেন। ছবিতে কৌশিক সেনের সাবেক স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। জয়া হয়েছেন তার বর্তমান স্ত্রী। ঘটনাচক্রে কৌশিকের চরিত্র কোমায় চলে যায়। তারপরই শুরু হয় প্রাক্তন ও বর্তমানের দ্বন্দ্ব।

উল্লেখ্য, ‘বিজয়া’,‘বিসর্জন’-এর পর ফের কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করেছেন জয়া আহসান। আগের দু’টি সিনেমা দুই বাংলাতেই ব্যাপক সমাদৃত হয়েছিল। এবার দেখার বিষয়, নতুন সিনেমাটি দর্শক প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন