শনিবার   ০৩ জুন ২০২৩   জ্যৈষ্ঠ ২০ ১৪৩০   ১৪ জ্বিলকদ ১৪৪৪

 ফরিদপুর প্রতিদিন
সর্বশেষ:
কেঁচো সারে আর্থিকভাবে লাভবান হচ্ছেন গ্রামের অর্ধশতাধিক নারী চার জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ, ২ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশের ৪৪ হাজার ১৫৬ হজযাত্রী করমুক্ত আয়সীমা পুরুষের সাড়ে ৩ লাখ নারীর ৪ লাখ টাকা রাজবাড়ীতে গড়ে উঠছে পারিবারিক পুষ্টি বাগান
১৫৩

বোয়ালমারীতে বোনের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

বোয়ালমারী প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

ফরিদপুরের বোয়ালমারীতে এক কিশোরী তার বড় বোনের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩ মে) এ ঘটনাটি ঘটে। 

মৃত প্রাপ্তি (১৭) পার্শ্ববর্তী আলফাডাঙ্গা পৌরসভার বাকাইল গ্রামের রওশন মোল্লার মোল্যার মেয়ে। তার বাবার মৃত্যুর পর বোয়ালমারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চতুল গ্রামে মা ও বোনের সঙ্গে নানা বাড়ীতে বসবাস করতো।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রাপ্তির বড় বোনের সঙ্গে অভিমান করে আজ বেলা সাড়ে ৩টার দিকে প্রাপ্তি শোবার ঘরের ছাদের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেয়। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমাতুজ্জোহরা তাকে মৃত ঘোষণা করে।

মঙ্গলবার (২৩ মে) বিকেলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. ফাতিমাতুজ্জোহরা বলেন, হাসপাতালে আনার পর আমরা প্রাপ্তিকে মৃত অবস্থায় পেয়েছি।

লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার পরিদর্শক আব্দুুল লতিব মন্ডল জানান, লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 ফরিদপুর প্রতিদিন
 ফরিদপুর প্রতিদিন
এই বিভাগের আরো খবর